সোমবার ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ২৪ নভেম্বর ২০২৫

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে আগুন

রাজধানীতে চলন্ত প্রাইভেট কারে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলা আর্মি গলফ ক্লাবের সামনে একটি প্রাইভেট কারে হঠাৎ আগুন ধরে যায়।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪০ মিনিটে খবর পেয়ে কুর্মিটোলা স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্যান্টনমেন্ট থানার ওসি আলমগীর জাহান জানান, গাড়িটি উত্তরার দিকে যাচ্ছিল। পথে ইঞ্জিনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেই চালক গাড়ি থামিয়ে দেন। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিতে সহযোগিতা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলে।

ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়