সেগুনবাগিচায় বহুতল ভবনে আগুন
রাজধানীর সেগুনবাগিচা এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (২২ নভেম্বর) বিকাল ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পুরান পল্টন সেগুনবাগিচায় একটি কমার্শিয়াল ১০ তলা ভবনের ৯ তলায় আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর ৩টা ১৪ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট। পরবর্তীতে একে একে যুক্ত হয় আরও ৪টি ইউনিট। ৫ ইউনিটের প্রচেষ্টায় বিকাল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



























