বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে আগুন লাগে। এতে খুঁটির নিচে ফুটপাতজুড়ে থাকা কয়েকটি দোকান আংশিক পুড়ে যায়। তবে ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন জানান, বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বৈদ্যুতিক খুঁটির ওপরে দাউদাউ করে আগুন জ্বলছে। আর খুঁটির নিচে ফুটপাতে থাকা দোকানিরা আতঙ্কে তাদের মালামাল সরিয়ে নিতে ব্যস্ত। আগুনের ছিটা পড়ে কয়েকটি দোকানের কিছু অংশ পুড়ে যায় বলে ভিডিওতে দেখা যায়।



























