শনিবার ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ২১ নভেম্বর ২০২৫

রাজধানীতে ভূমিকম্পে নিহত ৩

রাজধানীতে ভূমিকম্পে নিহত ৩
ছবি: সংগৃহীত

অতর্কিত এক ভূমিকম্পে শুক্রবার সকালেই কেঁপে ওঠে রাজধানী ঢাকা। নরসিংদীতে উৎপত্তি হওয়া এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭—আবহাওয়া অধিদফতর এমনটাই নিশ্চিত করেছে। মুহূর্তের মধ্যেই কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দোল খেয়ে পড়ে, আর মানুষ ঘর-বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে রাস্তায়।

এই কম্পনের সবচেয়ে বড় ক্ষতি ঘটে পুরান ঢাকার বংশালে। কসাইতলী এলাকার একটি পাঁচতলা ভবনের রেলিং হঠাৎ ভেঙে নিচে পড়ে তিনজন পথচারীকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বংশাল থানার ডিউটি অফিসার জানান, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রেলিংটি আলগা হয়ে নিচে পড়ে যায়।

সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত হওয়া এই ভূমিকম্প বাংলাদেশ ছাড়াও ভারতের কিছু অংশেও টের পাওয়া গেছে। আকস্মিক কম্পনের পর রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে; অনেকে নিরাপদ স্থানে আশ্রয় নেন, কেউবা দ্রুত ভবন ত্যাগ করেন।

জনপ্রিয়