বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৬, ১৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
ছবি: সংগৃহীত

পোশাক কারখানা বন্ধ ঘোষণা দেওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টা থেকে শুরু হওয়া এ অবরোধ বিকেল পর্যন্ত চলমান ছিল।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত ‘KORES BANGLADESH PLC’ নামের একটি পোশাক কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানাটি বন্ধ ঘোষণা করে। এর প্রতিবাদে শ্রমিকরা তাদের পাওনা বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মৌচাক অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

অবরোধকারী শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। তাদের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই এবং আগের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ তাদের সঙ্গে প্রতারণা করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল বারিক বলেন, “শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের আন্দোলন যৌক্তিক। আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। বিস্তারিত জানার পর আপডেট দেওয়া যাবে। যানজট ধীরে ধীরে কমছে, অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”

জনপ্রিয়