বাড্ডায় চলন্ত বাসে আগুন
রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাড্ডা লিংক রোড এলাকায় দেওয়ান পরিবহন নামে একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দাঁড়িয়ে থাকা দেওয়ান পরিবহনের একটি বাসে হঠাৎ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আশপাশ থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। তবে বাসটি পুরোপুরি পুড়ে যায়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।



























