পাখির মাধ্যমে আমাদের আলাপ শুরু হয়েছিল : প্রিয়াঙ্কা
গ্লোবাল গ্ল্যামার আর তারকাখ্যাতির মেলবন্ধনে যে দম্পতি বারবার আলোচনার শিরোনামে উঠে আসে, তারা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বলিউড থেকে হলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই সমানভাবে জনপ্রিয় এই ‘পাওয়ার কাপল’-এর প্রেমকাহিনি নিয়ে ভক্তদের কৌতূহল কখনোই কমেনি। বিশেষ করে প্রশ্ন ছিল একটাই—কীভাবে সুদূর আমেরিকার এক পপ তারকার সঙ্গে ভালোবাসার বন্ধনে জড়ালেন বলিউডের ‘দেশি গার্ল’? অবশেষে সেই প্রশ্নের জবাব দিলেন প্রিয়াঙ্কা নিজেই, তাও হাসি-ঠাট্টা আর মজার গল্পের ছলে।
সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজনে অতিথি হয়ে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। শো-এর একটি প্রমো ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। সেখানে নিক জোনাসের সঙ্গে তার প্রথম পরিচয়ের স্মৃতি শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে।
ভিডিওতে মঞ্চে উঠেই কপিল শর্মার ফিটনেস ও শারীরিক পরিবর্তন দেখে রীতিমতো চমকে যান প্রিয়াঙ্কা। হাসতে হাসতে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘তুমি এতটা ফিট হলে কীভাবে?’
সব সময়ের মতো রসিকতায় ভরপুর কপিলও এক মুহূর্ত দেরি না করে পাল্টা জবাব দেন। তিনি মজা করে বলেন, চারজন নায়িকার সঙ্গে এক ছবিতে অভিনয় করার কারণেই নাকি তার এই গ্ল্যামার আর ফিটনেস!
এরপর আড্ডা গড়ায় বহু প্রতীক্ষিত সেই প্রসঙ্গে। কপিল সরাসরি প্রশ্ন করেন, নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কার প্রথম যোগাযোগ কীভাবে হয়েছিল। দর্শকদের দীর্ঘদিনের কৌতূহল উসকে দিয়ে তিনি ঠাট্টার ছলে জিজ্ঞেস করেন, ‘আপনি কি চিঠির যুগে ফিরে গিয়ে পায়রার মাধ্যমে নিককে কোনো বার্তা পাঠিয়েছিলেন?’
এই প্রশ্নে হেসে ওঠেন প্রিয়াঙ্কা। মজার ভঙ্গিতে তিনি বলেন, ‘পায়রা নয়, তবে টুইটারের পাখির মাধ্যমেই—মানে টুইটার (বর্তমান এক্স)-এই আমাদের আলাপ শুরু হয়েছিল।’
এভাবেই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারেই যে নিক ও প্রিয়াঙ্কার সম্পর্কের প্রথম সূচনা, তা স্পষ্ট করে দেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কার এই উত্তর শুনে কপিল আবারও নিজের দুর্ভাগ্য নিয়ে রসিকতা করতে ভোলেননি। হাসতে হাসতে তিনি বলেন,
‘আমিও তো টুইটারে আছি! কিন্তু আমাকে কেউ প্রেমপত্র পাঠায় না। বরং উল্টো আমার বিরুদ্ধে মামলা হয়!’



























