রাজধানীর মিরপুরে তিন বিদেশি পিস্তল ও ৭৩ রাউন্ড গুলি উদ্ধার
রাজধানীর মিরপুরের পল্লবী থেকে পুলিশের অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও ৭৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে (১৯ ডিসেম্বর) মিরপুর সেকশন–১১-এর একটি পরিত্যক্ত সিটি করপোরেশন ভবনের তৃতীয় তলা থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।
অভিযান পরিচালনা শেষে পরিত্যক্ত ভবন থেকে ৩টি রিভলভার এবং ০১টি রিভলভার কভার, ৭৩ রাউন্ড তাজা গুলি, ১টি চাপাতি, ২টি ছুরি, ৩০ গ্রাম গান পাউডার, ককটেল তৈরির সরঞ্জাম ও ১টি বিস্ফোরিত ইম্প্রোভাইজড ককটেল উদ্ধার করা হয়।
পল্লবী থানার উপপরিদর্শক আসিবুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে গিয়ে পরিত্যক্ত ভবনের তৃতীয় তলা থেকে বিশেষ কায়দায় রাখা অস্ত্র ও একটি চাপাতি উদ্ধার করে।
তিনি আরো বলেন, অস্ত্রগুলো কারা সংরক্ষণ করেছে এবং কী প্রয়োজনে সেখানে রাখা হয়েছে, তা পর্যালোচনা করা হচ্ছে।



























