শনিবার ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ২০ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির জানাজা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা

ওসমান হাদির জানাজা ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিয়মিত দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় গণমাধ্যমকে জানান, হাদির জানাজা উপলক্ষে প্রায় এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

এদিকে, একই দিনে গণমাধ্যমে পাঠানো পৃথক এক বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বডি ওর্ন ক্যামেরা এবং রায়ট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে জানানো হয়, আজ জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে ট্রাফিক নির্দেশনা জারি করেছে ডিএমপি।

শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

জনপ্রিয়