দেশে পৌঁছেছে সুদানে নিহত ৬ বাংলাদেশি সেনার লাশ
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের লাশ দেশে ফিরেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ লাশ বহনকারী বিমানটি অবতরণ করে। শহীদদের জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।
গত শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিটের মধ্যে আবেই এলাকায় জাতিসংঘ মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ঘটনাস্থলেই প্রাণ হারান ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী।
হামলায় আহত আরও আটজন শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার নাইরোবি-তে স্থানান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, তারা শঙ্কামুক্ত। একজনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
১৯৮৮ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে বাংলাদেশ এ পর্যন্ত ১৬৮ জন বীর সদস্যকে বিশ্বশান্তির জন্য হারিয়েছে। আবেইতে শহীদ এই ছয় শান্তিরক্ষী সেই গৌরবময় ত্যাগের ধারাকে আরও উজ্জ্বল করলেন।



























