শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ২৪ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। 

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পাগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেজুতি ট্রাভেলসের একটি এসি বাস ঢাকা থেকে সুনামগঞ্জ যাচ্ছিল। ভোরে পাগলাবাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান এবং অন্তত ১০ জন আহত হন।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে, আর আহতদের সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জনপ্রিয়