শনিবার ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪, ২৫ অক্টোবর ২০২৫

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে ২ ব্যবসায়ী নিহত
ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথে বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিচালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি উল্টে ঘটনাস্থলেই ভূট্টু ও নূর আলম নিহত হন। আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, “নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

জনপ্রিয়