বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৯, ৩০ অক্টোবর ২০২৫

দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেরগাজী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাজাডাঙ্গা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সদর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির রাজপথের সৈনিক বখতিয়ার আহমেদ কচি বক্তব্য রাখেন। তিনি বলেন, “আগামী নির্বাচনে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির নির্দেশনা অনুযায়ী আমরা জনগণের কাছে আমাদের মূল নীতি ও কর্মসূচি পৌঁছে দেব। লিফলেট বিতরণ ও উঠান বৈঠকসহ প্রান্তিক ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই কার্যক্রম চলবে। আগামী নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির জয়ী করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাই।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোশার আলী, সহসভাপতি মোহাম্মদ আফছার আলী সহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক মমিনুল, ১ নং চেহেরগাজী ইউনিয়ন বিএনপির সভাপতি আমির আলী ও সাধারণ সম্পাদক তাজিমুল ইসলামসহ জেলা পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণের পর মাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় বখতিয়ার আহমেদ কচি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণার কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

জনপ্রিয়