গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপির নেতাসহ আটক ৭
গাজীপুরের শ্রীপুরের বরমী ইউনিয়নের বরকুল গ্রাম থেকে সাবেক বিএনপি নেতা এনামুল হক মোল্লাসহ সাতজনকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (৫ নভেম্বর) মধ্যরাতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এনামুল হক মোল্লাসহ ৭ জনকে অস্ত্রসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন গাজীপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা এবং সৌদি আরবের মক্কা মেসফালাহ বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল, তোফাজ্জল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, বুধবার মধ্যরাতে বর্মী ইউনিয়নের বলকুল গ্রামে গোয়েন্দা তথ্যের বৃত্তিতে যৌথ বাহিনীর অভিযানে এনামুল হক মোল্লাসহ সাতজনকে আটক করা হয়। এ সময় এনামুল হক মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে, দুইটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নিল গান, একটি চাকু উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।



























