বিশ্বকাপ জেতার পর আর কিছু চাওয়ার থাকে না: মেসি
ফুটবল জগতের সেরাদের তালিকায় লিওনেল মেসির নাম সবার আগে উচ্চারিত হয়। তবু আর্জেন্টাইন তারকা মনে করেন, তাঁর অর্জন এখনো পূর্ণতা পায়নি। তাই অবসরের আলোচনায় এবারও ব্রেক টানলেন তিনি।
যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক সম্মেলনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন ইন্টার মায়ামির এই তারকা। সেখানে তিনি জানান, এখনই অতীতের সাফল্য নিয়ে ভাবার সময় নয়; অবসরের পরেই সেসব অধ্যায় খুলে দেখবেন তিনি। ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত, তাই অন্তত কয়েক বছর তিনি ফুটবলেই মনোনিবেশ করতে চান।
মেসির ভাষায়, ‘একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জেতা সবচেয়ে বড় অর্জন। এর পর আর কিছু চাওয়ার থাকে না। কিন্তু ক্যারিয়ার নিয়ে গভীরভাবে ভাবার সময় আসবে অবসরের পর। আপাতত আমি খেলাটা উপভোগ করছি।’
২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসির জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছায়। ৮ বারের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি ছিলেন ‘আমেরিকা বিজনেস সামিট’-এর প্রথম দিনের শেষ বক্তা। এর আগে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো এবং ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। আলাপচারিতা শেষে মায়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ মেসির হাতে শহরের প্রতীকী চাবি তুলে দেন।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসি যেন নতুন এক অধ্যায় শুরু করেছেন। তিনি বলেন, ‘মায়ামিতে এসে মানুষের ভালোবাসা আমাকে ছুঁয়ে গেছে। এখানে থাকা, এখানে খেলা—সবকিছুই বিশেষ।’
তবে ধীরে ধীরে তিনি নিজেকে প্রস্তুত করছেন ফুটবলের বাইরের জীবনচক্রের জন্যও। মেসির ভাষায়, ‘দুর্ভাগ্যজনকভাবে একদিন সব শেষ হবে। আমি শিখতে চাই, নতুন এক পৃথিবীতে নিজেকে যুক্ত করতে চাই।’
এদিকে শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে প্লে-অফের বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেখানে দলের সবচেয়ে বড় ভরসা সেই ৩৮ বছর বয়সী মেসিই।
গত মৌসুমে এমএলএসে তিনি জিতেছিলেন এমভিপি খেতাব। এ মৌসুমেও সেই দৌড়ে তিনি এগিয়ে আছেন—লিগ পর্বে তাঁর গোল ২৯টি, অ্যাসিস্ট ১৯টি, মোট ৪৮ গোল-অবদান। যা ২০১৯ সালে কার্লোস ভেলার করা ৪৯ গোল-অবদানের রেকর্ডের মাত্র এক ধাপ নিচে।



























