দুর্বৃত্তদের আগুনে পুড়লো মানিকগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভ
মানিকগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (৩০ নভেম্বর ) গভীর রাতে শহরের মানড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়।
পুলিশ জানায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে।
গাড়ি থেকে নামা দুই জন ব্যক্তি আগে থেকেই প্রস্তুত করে রাখা দুইটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যায় ঘটনাস্থল থেকে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে জুলাই আন্দোলনের নেতা কর্মীরা জানান, এই সময়ে এসে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া এবং অপরিকল্পিত ভাবে বিভিন্ন জনের উপর হামলা করা এটা আসলে আমরা মনে করি প্রশাসনের এক ধরনের দুর্বলতা। এখন শুধু জুলাই স্মৃতিস্তম্ভে নয় বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেছে।
একই সাথে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন অন্যদিকে বিভিন্ন জায়গায় হামলা, মামলা, আগুন! এ বিষয়টি আসলে পরিকল্পিত একটি ব্যাপার এবং এ বিষয়ে প্রশাসনের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।



























