বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ২ ডিসেম্বর ২০২৫

যারা পরিশ্রম করে রোজগার করেন তাদের প্রতিনিধি হিসেবে আমি আসছি : হাসনাত আবদুল্লাহ

যারা পরিশ্রম করে রোজগার করেন তাদের প্রতিনিধি হিসেবে আমি আসছি : হাসনাত আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমি একজন রাজমিস্ত্রির ছেলে। আমি এসেছি গ্রামের খেটে–খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করতে। যারা শ্রম করেন, পরিশ্রম করে জীবিকা অর্জন করেন—আমি তাদেরই প্রতিনিধি। আমার কোনো বড় বংশপরিচয় নেই, প্রচুর অর্থ-সম্পদও নেই। বিদেশে পড়াশোনা করিনি, বিলাসিতায় বড় হইনি। ইস্ত্রি করা পাঞ্জাবি পরে বুক জড়িয়ে ছবি তোলার মানুষও আমি নই।”

মঙ্গলবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১২নং ভানী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির প্রতীক শাপলা কলি নিয়ে পথসভা এবং পদযাত্রায় তিনি এসব কথা বলেন। 

হাসনাত আবদুল্লাহ বলেন, অন্য নেতারা ওপর থেকে নিচে আসে। আর আমি নিচ থেকে আপনাদের লেভেল হতে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমার বাবা রাজমিস্ত্রির কাজ করেছেন। আপনাদের মতো কৃষিজীবী এবং শ্রমজীবী পরিবার থেকে আমি উঠে এসেছি। 

তিনি বলেন, যারা নেতা বানায় নেতারা তাদের মানুষ মনে করে না। খেটেখাওয়া মানুষদের তারা নিচুশ্রেণির মানুষ মনে করে। স্টেজে নেতার চেয়ার হচ্ছে বাইশ ইঞ্চি। আর কর্মী এবং ভোটারদের জন্য প্লাস্টিকের চেয়ার। 

জনপ্রিয়