বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:১০, ২ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড় জেলায় বাড়ছে শীতের তীব্রতা

পঞ্চগড় জেলায় বাড়ছে শীতের তীব্রতা
ছবি: সংগৃহীত

তেঁতুলিয়া-সহ পুরো জেলায় ডিসেম্বরের শুরুতেই শীতের প্রকোপ স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশা জনজীবনে শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলছে। টানা কয়েকদিন তাপমাত্রা ১৩°C এর ঘরে ওঠানামা করার পর আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ১১.৭°C-এ নেমে এসেছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯%, যা শীতের অনুভূতিকে আরও ঘনীভূত করেছে। সকাল ৭টা পর্যন্ত পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। দৃশ্যমানতা কমে যাওয়ায় রাস্তায় চলাচলকারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে। বিশেষ করে তেঁতুলিয়া–পঞ্চগড় সড়কে যানবাহনের গতি ছিল স্বাভাবিকের তুলনায় অনেক কম।

এর আগের দিন সোমবার (১ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩.৩°C। ওইদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬°C। তারও আগের কয়েকদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩.২°C থেকে ১৩.১°C এর মধ্যে ওঠানামা করেছে। দিনে সূর্যের দেখা মিললেও ভোর ও সকালের শীতল বাতাসে জনজীবনে ঠান্ডার প্রভাব ছিল প্রকট।

চাকলাহাট এলাকার অটোচালক ফারুক বলেন, “ভোরবেলা রাস্তায় নামলেই হাত-পা জমে আসে। কুয়াশার জন্য কিছুই দেখা যায় না। হেডলাইট জ্বালিয়ে খুব ধীরগতিতে গাড়ি চালাতে হয়। শীতে যাত্রীও কমছে, আয় আগের মতো নেই।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩°C এর ঘরে ছিল, আজ তা ১১.৭°C–এ নেমে এসেছে। ডিসেম্বরের শুরুতেই এমন শীতের প্রভাব থাকার অর্থ সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।”

জনপ্রিয়