শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ৪ ডিসেম্বর ২০২৫

মাদ্রাসা তালা দিয়ে জামায়াতের সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা

মাদ্রাসা তালা দিয়ে জামায়াতের সমাবেশে শিক্ষক-শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকা উপজেলার একটি মাদ্রাসা তালা ঝুলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সমাবেশে যোগ দেন। মাদ্রাসা বন্ধের সেই দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে।

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে সমমনা আট দল এ সমাবেশ আয়োজন করে। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সমাবেশে নীলফামারীর ছয় উপজেলা থেকে প্রায় ৪০ হাজার নেতাকর্মী অংশ নেন। এর মধ্যে জলঢাকা উপজেলা থেকেই যোগ দেন ১০ হাজারের বেশি নেতাকর্মী।

উত্তর দেশীবাই ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার সব শিক্ষক ও শিক্ষার্থী এই সমাবেশ সফল করতে ট্রাকে করে রংপুরে যান। এ কারণে মাদ্রাসা তালাবদ্ধ রাখা হয়। দুপুর ১টার দিকে বিষয়টি জানাজানি হয়। এলাকার কেউ কেউ তখন মাদ্রাসা তালাবদ্ধের ছবি ফেসবুকে লাইভ করেন। তারা এ ঘটনার প্রতিবাদ জানান।

ওই এলাকার বাসিন্দা ওমর ফারুক সরকার বলেন, ‘দুপুর ১টার মধ্যে মাদ্রাসার সব শিক্ষক ও শিক্ষার্থীরা অফিস কক্ষ ও শ্রেণিকক্ষে তালা দেন। এরপর তারা জামায়াতে ইসলামীর বিভাগীয় সমাবেশে যোগ দিতে ট্রাকে করে রওনা হন। অথচ এ সময়ে তাদের প্রতিষ্ঠানে থাকার কথা ছিল।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এই মাদ্রাসার কয়েকজন শিক্ষক জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। তারা অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের বুঝিয়ে দলের কর্মসূচিতে রংপুরে নিয়ে গেছেন। তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
তবে মাদ্রাসা সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সমকালকে বলেন, এ ধরনের কিছুই ঘটেনি।

জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার বলেন, স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দলীয় কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের বাধ্য করা এক ধরনের অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সূত্র: সমকাল

জনপ্রিয়