শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রাহায়ণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১০, ৫ ডিসেম্বর ২০২৫

দিনাজপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত

দিনাজপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
ছবি: সংগৃহীত

“প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে। 

শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে উক্ত প্রজেক্টের মাঠ চত্বরে এই দিবস পালন করা হয়। 

গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক জনি বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আবুল কালাম আজাদ। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, হেল্থ অফিসার শাহিদুজ্জামান, গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের স্বেচ্ছাসেবক সভাপতি মিথিলা কর্মকার, গুড নেইবারস্ বাংলাদেশের জাতীয় যুব সংঘের সাবেক সহ সভাপতি বিকাশ চন্দ্র রায় প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, “আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপনে আসুন আমরা স্বেচ্ছাসেবার চেতনাকে ধারণ করতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হই। প্রত্যেকে স্ব-স্ব অবস্থান থেকে মানবতার কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কাজে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করি। সমাজ ও দেশের প্রতিটি স্তরে যে যতটুকু সক্ষম, সে অনুযায়ী এগিয়ে এলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা একটি বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। 

বক্তারা আরও বলেন, আমরা বিশ্বাস করি—মানুষের প্রতি দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও সহযোগিতার মনোভাবই টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের প্রকৃত ভিত্তি। তাই আমাদের প্রত্যেকের সতন্ত্র উদ্যোগ, ছোট বা বড় যাই হোক, সামষ্টিকভাবে সমাজের কল্যাণ ও দেশ গঠনে অসামান্য ভূমিকা রাখতে সক্ষম। এই দিবসে আমরা নতুন উদ্যমে প্রতিজ্ঞা করি যে, সেবার মানসিকতা নিয়ে সমাজের পাশে দাঁড়াব, তরুণ প্রজন্মকে স্বেচ্ছাসেবায় অনুপ্রাণিত করব, এবং সম্মিলিতভাবে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও উন্নত ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখব।” এসময় ১০০ স্বেচ্ছাসেবক  উপস্থিত ছিলেন।

জনপ্রিয়