শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ৫ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু

বেগম খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনার শেষে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়ার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে আমীর খসরু জানান, ভোটের মাধ্যমে জনগণ যেন নির্বাচিত সরকার গঠন করতে পারে সেই চাওয়া সবচেয়ে বেশি ছিল বেগম জিয়ার। 

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সব প্রস্তুতি সস্পন্ন আছে উল্লেখ করে আমীর খসরু আরও বলেন, চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই লন্ডনে নিয়ে যাওয়া হবে।

জনপ্রিয়