শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:৪০, ৫ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ফরিদপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় অটোরিকশায় থাকা দুই মহিলা ও এক পুরুষ যাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুই শিশুসহ চারজন। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। 

আজ ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পূর্ব শদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। 

বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাত্রা শুরু করে। পূর্ব শদরদী এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির বাসের চাপায় ঘটনাস্থলে ৩ জন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার ছাড়াও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

জনপ্রিয়