বোচাগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালিত
“প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে উপজেলার গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বাতাসন দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এই দিবস পালন করা হয়।
গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সিডিসি সভাপতি বিশ্বনাথ রায়, গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মো. আরমান ইসলাম প্রমূখ।



























