শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৬, ১৯ ডিসেম্বর ২০২৫

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে এক যুবককে পিটিয়ে হত্যা
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ডুবালিয়াপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া জানান, নবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে একদল উত্তেজিত জনতা দীপু চন্দ্র দাসকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহটি একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। এ বিষয়ে রিপন মিয়া বলেন, নিহতের আত্মীয়-স্বজনদের খোঁজ করা হচ্ছে। তারা মামলা দায়ের করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়