সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজের সম্পাদক নূরুল কবীরকে হেনস্থা
সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্থা করেছে একদল ব্যক্তি। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে প্রথম আলো কার্যালয়ে আটকে পড়া সাংবাদিকদের সহায়তা করতে গেলে কয়েকজন তার ওপর চড়াও হন।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নূরুল কবীরের দিকে তেড়ে আসছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরাপদে সরিয়ে নেন।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর কাওরান বাজারে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত পৌনে ১২টার দিকে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শাহবাগ থেকে একটি বিক্ষুব্ধ মিছিল কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছালে বিক্ষোভ শুরু হয়। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।



























