ধানমন্ডি ৩২ নম্বরে আবার আগুন দিল ছাত্র জনতা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি–র মৃত্যুর ঘটনায় রাজধানীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান–এর বাড়িতে আগুন দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ধানমন্ডি-৩২ এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাত ১২টা ৩৫ মিনিটের দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি-৩২ এলাকার পুলিশের ব্যারিকেড ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় প্রায় ৫০০ থেকে ৬০০ মানুষ সেখানে জড়ো হয়। পরিস্থিতির অবনতি আশঙ্কায় ঘটনাস্থলে থাকা পোশাকধারী পুলিশ সদস্যরা নিরাপদ দূরত্বে সরে যান।



























