শনিবার ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৫, ২০ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন

সাবেক প্রতিমন্ত্রী খালিদ ও সাবেক মেয়রের বাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকায় তাদের গ্রামের বাড়িতে একদল লোক গিয়ে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা আরো জানান, তাঁ‌দের মাথায় হেল‌মেট ছি‌ল। হাতে লা‌ঠি‌সোঁটা ও দেশীয় অস্ত্র ছি‌ল।

অগ্নিকাণ্ডে দুটি বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২ (‌বোচাগঞ্জ-‌বিরল) আসন থে‌কে টানা তিনবা‌র সংসদ সদস্য নির্বা‌চিত হ‌য়ে‌ছি‌লেন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লী‌গের টানা পাঁচ বা‌রের সাংগঠ‌নিক সম্পাদক।‌

অন্যদিকে সাবেক দুই মেয়র আসলাম উদ্দীন ও আবদুস সবুরের বা‌ড়ি উপ‌জেলার ধনতলা গ্রা‌মে। ৫ আগস্টের পর থে‌কে তারা পলাতক।

দিনাজপুরের অতিরিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম) আনোয়ার হো‌সেন ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভি‌সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কারা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে, তা নি‌শ্চিত হওয়া যায়‌নি। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

জনপ্রিয়