ছাত্রদল সমর্থিত প্যানেলের লিফলেট নিয়ে বিতর্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে প্রচারণা জোরালো আকার ধারণ করেছে। গত ১৫ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও এরই মধ্যে একটি প্যানেলের প্রচারণা কার্যক্রম ঘিরে শিক্ষার্থী মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার ক্যাম্পাসজুড়ে ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের পক্ষ থেকে বিতরণ করা লিফলেটে দেখা যায়, প্রার্থীদের নাম ও ছবি থাকলেও সংশ্লিষ্ট পদগুলোর পাশে কোথাও ‘পদপ্রার্থী’ শব্দটি উল্লেখ নেই। বরং সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদ সরাসরি ব্যবহার করা হয়েছে—যেন নির্বাচন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
এই উপস্থাপনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী অভিযোগ করছেন, এটি নির্বাচনের আগেই জয় নিশ্চিত করার এক ধরনের মানসিকতা প্রকাশ করে। তাদের ভাষ্য, ভোট গ্রহণের আগেই নিজেকে পদধারী হিসেবে উপস্থাপন করা নির্বাচনী শিষ্টাচার ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।
একাধিক শিক্ষার্থী বিষয়টিকে ‘অতি আত্মবিশ্বাসী’ নয়, বরং ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণ হিসেবে আখ্যায়িত করেছেন। তারা বলছেন, এ ধরনের লিফলেট ভোটারদের বিভ্রান্ত করতে পারে এবং নির্বাচনের সমান মাঠ নষ্ট করার ঝুঁকি তৈরি করে।
শিক্ষার্থীদের একটি অংশ প্রশ্ন তুলেছে—নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী কি এভাবে নিজেকে নির্বাচিত প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে পারে? তারা মনে করছেন, বিষয়টি সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের নজরে আনা জরুরি।
এ বিষয়ে ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে জকসু নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকেও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া জকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরেছে বলে প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। তবে এমন বিতর্কিত প্রচারণা সেই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



























