শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ২৬ ডিসেম্বর ২০২৫

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-ব্লকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই ক্যাম্পের ইমার্জেন্সি ফায়ার রেসপন্স ইউনিট স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দীর্ঘ চেষ্টার পর রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত রয়েছে। অন্যদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ জানান, বি-ব্লকের একটি ঘরে কীভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায় এবং এতে একজন নিহত হন।

জনপ্রিয়