ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ঝড় ও ভারি বৃষ্টি, ৩ জনের মৃত্যু
ক্রিসমাসের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টানা ভারী বৃষ্টি ও প্রচণ্ড ঝড়ে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছেন এবং প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু অংশে প্রায় ১১ ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়, ফলে বহু এলাকা প্লাবিত হয় ও গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়। বাড়তে থাকা পানিতে আটকে পড়া যানবাহন থেকে যাত্রীদের উদ্ধারে একাধিক উদ্ধার অভিযান চালানো হয়।
পরিস্থিতির অবনতিতে গভর্নর গ্যাভিন নিউজম লস অ্যাঞ্জেলেসসহ কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। আবহাওয়া দপ্তর আরও আকস্মিক বন্যার আশঙ্কা জানিয়েছে।
দুর্যোগে সান ডিয়েগো, রেডিং ও মেনডোসিনো কাউন্টিতে প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে সান বার্নার্ডিনো ও সান ফ্রান্সিসকো বে এলাকায় বন্যা ও ঝড়ের সতর্কতা জারি রয়েছে। বে এলাকায় ঘণ্টায় ১০০ মাইল গতির ঝড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে।
লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ছুটির সময়ে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।



























