শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ২৬ ডিসেম্বর ২০২৫

মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮

মেঘনায় যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৮
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটি। চাঁদপুরে মেঘনা নদীতে পৌঁছানোর পর ঘন কুয়াশার কারণে লঞ্চটি ধীরগতিতে চলছিল। এ সময় বরিশাল থেকে আসা যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির এক পাশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই লঞ্চে থাকা অন্তত আটজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতা চালানো হয় এবং আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয়