শনিবার ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ২৭ ডিসেম্বর ২০২৫

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানসিন্দুক আজ শনিবার সকালে খোলা হয়েছে। দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর সিন্দুকগুলো খোলার পর প্রাথমিকভাবে পাওয়া গেছে রেকর্ড ৩৫ বস্তা টাকা। এতে আগের সব দানের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট সর্বশেষ দানসিন্দুক খোলা হলে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। সেসময় প্রায় সাড়ে ১১ ঘণ্টার টানা গণনা শেষে মোট ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা সংগ্রহ হয়, যা ছিল পাগলা মসজিদের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া যায়। ওই গণনায় প্রায় ৫০০ জনের একটি দল অংশ নেয়।

সাধারণত প্রতি তিন মাস অন্তর পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হলেও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার সময়সীমা কিছুটা বাড়ানো হয়।

পাগলা মসজিদে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মুসল্লি জুমার নামাজ আদায় ও দান করার উদ্দেশ্যে আসেন। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস ও আস্থার কারণে এখানে দানের প্রবণতা বরাবরের মতোই বেশি থাকায় এবারও নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আজ সকালে দানসিন্দুক খোলার সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, ব্যাংক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়