গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ
দীর্ঘ তিন মাস ধরে বেতন না পাওয়ার ক্ষোভে গাজীপুরের কালিয়াকৈরে কর্মবিরতি দিয়ে বিক্ষোভে নেমেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন।
জানা গেছে, মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন পরিশোধ করা হয়নি। বকেয়া বেতনের দাবিতে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে আবেদন জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতরে উত্তেজনা বিরাজ করছিল।
বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছাড়ার অনুরোধ জানায়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে ফিরে গিয়ে বিক্ষোভ চালিয়ে যান।
কারখানার শ্রমিক মোহাম্মাদ মাহাদি বলেন, “তিন মাস ধরে বেতন পাচ্ছি না। আমরা ভাড়া বাসায় থাকি, বাড়িওয়ালা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজারও করতে পারছি না। বেতন না দিলে আন্দোলন চালিয়ে যাব।”
অপর শ্রমিক রুজিনা খাতুন বলেন, “তিন মাসের বেতন বাকি থাকলেও আমরা কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ দেখে না আমরা কীভাবে বেঁচে আছি। আমাদের কষ্টের টাকায় তারা ভালো আছে।”
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে, দ্রুত সমাধানের চেষ্টা চলছে।”



























