শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮, ৮ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ ভারতের ভেন্যুতে খেলবে না : উপদেষ্টা রিজওয়ানা

বাংলাদেশ ভারতের ভেন্যুতে খেলবে না : উপদেষ্টা রিজওয়ানা
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতের কোনো ভেন্যুতে খেলবে না। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি সরকারের এই অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকলেও দেশের মর্যাদা বা নাগরিকদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন হলে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া দেখাবে। 

তিনি আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলমন্ত্র হলো সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, কিন্তু মর্যাদা বা স্বার্থের ক্ষেত্রে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার অধিকার দেশের আছে।

একই সময় তিনি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গেও কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যদি কোনো প্রার্থী বা দল প্রমাণসহ রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা দ্বৈত মানদণ্ডের অভিযোগ তোলে, তবে নির্বাচন কমিশন তা খতিয়ে দেখবে। সরকারের হাতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলে তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসিতে পাঠানো হবে।

জনপ্রিয়