নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল মাঠে কাজ করবে বলে জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ড. ইভারস আইজাবস বলেন, ইইউ’র দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা গত ডিসেম্বরের শেষ দিক থেকেই বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় ইইউ’র প্রায় ২০০ জন পর্যবেক্ষক মাঠে সক্রিয় থাকবেন।
একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। তবে নির্বাচন কমিশন এ চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের জানিয়েছে যে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে, যা তাদের জন্য চ্যালেঞ্জিং। তবে আমরা আশা করছি কমিশন বিষয়টি দক্ষতার সঙ্গে সামাল দিতে পারবে।’
ইইউ প্রতিনিধিদলের প্রধান আরও বলেন, ‘আমরা এখানে সহযোগিতার জন্য এসেছি এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করব। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।’
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, এই নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
এ সময় অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন ড. ইভারস আইজাবস।



























