শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ৮ জানুয়ারি ২০২৬

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট একযোগে কাজ করছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে দেওয়ালিয়াবাড়ির কাঁঠালতলা এলাকার একটি ঝুট গোডাউনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে প্রথমে স্থানীয়রা বিষয়টি টের পান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও কয়েকটি ঝুট গোডাউনে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। তবে আগুনের ব্যাপকতা বেড়ে যাওয়ায় পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও চারটি ইউনিট যুক্ত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, একাধিক ঝুট গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ন্ত্রণে বর্তমানে ছয়টি ইউনিট কাজ করছে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জনপ্রিয়