শুক্রবার ০৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

বাসস

প্রকাশিত: ২০:৫১, ৮ জানুয়ারি ২০২৬

মার্কিন ভিসা বন্ড থেকে অব্যাহতি চাইবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা

মার্কিন ভিসা বন্ড থেকে অব্যাহতি চাইবে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা বন্ডের শর্ত থেকে বাংলাদেশ অব্যাহতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাবে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে, তা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়; অনেক দেশের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অভিবাসন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। এজন্য যদি কিছু দেশের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়, এবং সেই দেশের মধ্যে বাংলাদেশ থাকে, সেটি অস্বাভাবিক নয়। তবে এই পরিস্থিতি দুঃখজনক এবং আমাদের জন্য কষ্টকর।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অনিয়মিত অভিবাসন একটি দীর্ঘদিন ধরে চলমান নীতি-সম্পর্কিত সমস্যা। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শুরু থেকেই অনিয়মিত অভিবাসনের বিরোধিতা করে আসছে এবং এ ধরনের অভিবাসন বন্ধ করাই একমাত্র টেকসই সমাধান।

মো. তৌহিদ হোসেন আরও উল্লেখ করেন, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মানুষের মৃত্যু বা উদ্ধার হওয়ার খবর নিয়মিত প্রকাশিত হচ্ছে। এ ধরনের মানুষের প্রতি বাংলাদেশের সম্পূর্ণ সহানুভূতি রয়েছে। তবে একই সঙ্গে, আইন লঙ্ঘন করা হচ্ছে, যা মেনে নেওয়া সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ৩৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করার সময় সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড (জামানত) জমা দিতে হবে।

গত আগস্টে যুক্তরাষ্ট্র প্রথমে ছয়টি দেশকে ভিসা বন্ড তালিকায় অন্তর্ভুক্ত করে, পরে আরও সাতটি দেশ যোগ করা হয়। সম্প্রতি বাংলাদেশসহ আরও ২৫টি দেশ তালিকাভুক্ত হয়েছে। নতুন তালিকাভুক্ত দেশগুলোর জন্য ভিসা বন্ড শর্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে।

জনপ্রিয়