দিনাজপুরের ৬ আসনে নিরাপত্তায় ৩৭ প্লাটুন বিজিবি মোতায়েন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার ছয়টি নির্বাচনী আসনে ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনাজপুর জেলায় বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
তিনি বলেন, বিজিবি অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।
বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশন ও সরকারের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবে জানিয়ে তিনি বলেন, সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়।
তিনি আরও জানান, ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জনসচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণমূলক কর্মসূচিও চালানো হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সময় যাতে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্ক রয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী বিওপিগুলোতে জনবল বৃদ্ধি করে বডি অন ক্যামেরা, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।
দিনাজপুর ৪২ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ১০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত দুই মাসে বিজিবির অভিযানে ১৭ লাখ ৫৭ হাজার ৩৩১ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ এবং ৫৬ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিজিবি পূর্ণমাত্রায় নির্বাচনী দায়িত্ব পালন করবে। সারাদেশে ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে। দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টিতে বিজিবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্বে থাকবে।
এর আওতায় দিনাজপুর জেলার সীমান্তবর্তী পাঁচটি উপজেলা—বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুর উপজেলায় বিজিবি এককভাবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
এছাড়া সারাদেশের ৩০০ আসনেই ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলা ভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। নির্বাচনী নিরাপত্তায় বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড, র্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF), হেলিকপ্টার এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ড্রোন ব্যবহারের প্রস্তুতিও থাকবে।
তিনি আরও বলেন, দিনাজপুর জেলার ছয়টি আসনের ৮৪৪টি ভোটকেন্দ্র ইতোমধ্যে রেকি সম্পন্ন হয়েছে। জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার সব উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। এর অংশ হিসেবে দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্প স্থাপনের কাজ চলছে।



























