বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

রাজশাহী কলেজ প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৪, ২৯ জানুয়ারি ২০২৬

রাজশাহী কলেজ সামাজিক স্কুলের নেতৃত্বে মনিমা - ফাতেমা

রাজশাহী কলেজ সামাজিক স্কুলের  নেতৃত্বে মনিমা - ফাতেমা
ছবি: সংগৃহীত

রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগ দ্বারা পরিচালিত সামাজিক স্কুলের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের  মনিমা খানমকে  সভাপতি এবং  সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের উম্মে ফাতেমা তুজ জহুরাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী ও সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান  আবু জোহা মোঃ জাষ্টিসুল হায়দার এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

২৬ সদস্যের কমিটির অন্যান্য হলেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের মোঃ ইউসুব আলী দুলাল, সহ-সভাপতি চতুর্থ বর্ষের রায়হান হোসেন ও চতুর্থ বর্ষের খালিদ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক  তৃতীয় বর্ষের মুসলিমা আক্তার মৌ, সহ-সাংগঠনিক সম্পাদক দ্বিতীয় বর্ষের মোঃ শাহাদাত হোসেন , আন্তঃবিভাগীয় সম্পাদক তৃতীয় বর্ষের মোঃ আবু হুরাইরা বাদশা, সহ- আন্তঃ বিভাগীয় সম্পাদক দ্বিতীয় বর্ষের অনন্যা কর্মকার, দপ্তর সম্পাদক তৃতীয় বর্ষের রাজিয়া পারভীন সিজা, সহ-দপ্তর সম্পাদক তৃতীয় বর্ষের নিমাই প্রামানিক, অর্থ সম্পাদক দ্বিতীয় বর্ষের মোঃ ইকরামুল হক, সহ-অর্থ সম্পাদক দ্বিতীয় বর্ষের লাবনী আহম্মেদ লুনা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৃতীয় বর্ষের  নিলয় প্রামানিক।

কমিটিতে তথ্য ও শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অনার্স তৃতীয় বর্ষের তরিকুল ইসলাম মাশরাফি, সহ-তথ্য ও শিক্ষা সম্পাদক দ্বিতীয় বর্ষের মোঃ সিদ্দিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্বিতীয় বর্ষের শান্ত দাস, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রথম বর্ষের মোঃ আশিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য রয়েছেন প্রথম বর্ষের মোসাঃ সুমাইয়া খাতুন , প্রথম বর্ষের মোসাঃ সামিরা আক্তার রিষা , অনার্স প্রথম বর্ষের ফারজানা সিদ্দিকা, প্রথম বর্ষের মোসাঃ রুকাইয়া খাতুন, প্রথম বর্ষের সাদিয়া ইসলাম, প্রথম বর্ষের তামান্না তুলি, প্রথম বর্ষের মোঃ নাছিম আহমেদ ও প্রথম বর্ষের মোঃ সামিউল ইসলাম।

উল্লেখ্য, সামাজিক স্কুল রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগ কর্তৃক সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত স্কুল। রাজশাহীর রেলওয়ে পাড় বস্তির প্রায় শতাধিক শিশুদের শিক্ষা প্রদান ও পাশাপাশি সামাজিক - নৈতিক বিভিন্ন বিষয়ে সাধারণ আচার আচরণ শেখানোর উদ্দেশ্যে ২০১৬ সালের ২৫ অক্টোবর এই স্কুল প্রতিষ্ঠিত হয়।

সর্বশেষ