বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২:০৯, ২৮ জানুয়ারি ২০২৬

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে তিন বছরের শিশু মিসবাহর মৃত্যু হয়েছে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় শিশুটি বাড়ির পাশে থাকা খোলা নলকূপের গর্তে পড়ে যায়। খেলাধুলার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর রাত ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে বের করা হয়। পরে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, শিশুটি গর্তে পড়ে মারা গেছে এবং ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসে।

সর্বশেষ