মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৫:৪০, ১৭ মে ২০২৪

শ্যামপুর এলাকা থেকে মাদকসহ গ্রেফতার ৫

শ্যামপুর এলাকা থেকে মাদকসহ গ্রেফতার ৫
গ্রেফতারকৃতরা

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ লিপু (৫০) এবং তার ৪ জন সহযোগী’কে ১২৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩।

বৃহস্পতিবার (১৬ মে) তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ লিপু (৫০), জিন্টু ডালী (৪৮), মোঃ নজরুল ইসলাম (৪২), মোঃ আকাশ (৩১), মোঃ মাইদুল হাসান (২৮)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত লিপু মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা, সে দীর্ঘদিন যাবৎ অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল কুমিল্লা ও কক্সবাজার জেলার উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। তারা বিভিন্ন পরিবহনে যাত্রীবেশে ও পণ্যবাহী গাড়িতে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করতো। 

র‍্যাব আরও জানায়, চক্রটি সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয় করে নিয়ে এসে রাজধানীর শ্যামপুর এলাকায় বিক্রয় করার সময় র‍্যাব-৩ এর আভিযানিক দলের নিকট  হাতেনাতে গ্রেপ্তার হয়। এ সময় চক্রটির নিকট হতে  অবৈধ মাদক দ্রব্য ১২৩ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।

আ/ম