শনিবার ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ঝিনাইদহ প্রতিনিধি :

প্রকাশিত: ১০:৫৯, ৫ জুলাই ২০২৫

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অবাঞ্ছিত ঘোষণা

মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অবাঞ্ছিত ঘোষণা
সংগৃহীত

অনৈতিকভাবে গঠিত ও বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে মহেশপুরে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর নতুন ঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গত বৃহস্পতিবার এ ঘোষণা দেন আন্দোলনে অংশ নেওয়া সাবেক নেতাকর্মীরা।

 

তিনি আরও অভিযোগ করেন, নতুন উপজেলা কমিটির আহ্বায়ক পদে যাকে বসানো হয়েছে, তার আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার সন্তান। আহতদের বাদ দিয়ে নেতৃত্ব বণ্টনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে।

সংগঠনের আহত কর্মী অমিত হাসান, আশিকুর রহমান, আশরাফ আলী, হাসান, সিফাতসহ কয়েকজনের নাম উল্লেখ করে বক্তারা বলেন, আন্দোলনের প্রথম সারির কর্মীরা আজ অবহেলিত। অথচ যারা কোনোদিন আন্দোলনের পাশে ছিল না, তারা টাকার জোরে নেতৃত্বে এসেছে।

 

এ সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিবসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা জেলা কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান, জুলাই যোদ্ধার যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।