বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৩, ৭ আগস্ট ২০২৫

শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক

শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
নিহত স্ত্রী

গাজীপুরের শ্রীপুরে পাষবিক নির্যাতনের পর স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী। এরপর স্ত্রী সুইটি আক্তারের (২০) মরদেহ মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায় সে। পাশেই পড়ে কাঁদছিলো চার মাস বয়সী শিশু কন্যা। শিশুর কান্নার শব্দে প্রতিবেশীরা এসে এই হৃদয়বিদারক দৃশ্য দেখতে পান।

 

ঘটনাটি ঘটেছে বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামে।

নিহত সুইটি আক্তার ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের বাসিন্দা, মৃত আফসারুল ইসলামের মেয়ে। দেড় বছর আগে সুইটির বিয়ে হয় নূরুল ইসলামের (৩৫) সঙ্গে, যিনি স্থানীয়ভাবে চিহ্নিত মাদক কারবারি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই মাদকাসক্ত নূরুল ইসলাম সুইটির ওপর নানাভাবে নির্যাতন চালাতেন। সুইটির মামা জসিম শেখ বলেন, “আমার ভাগ্নি ছোটবেলা থেকেই খুব অসহায়। মা মারা যাওয়ার পর এক খালার কাছে বড় হয়েছে। তার খালুই সুইটির ইচ্ছার বিরুদ্ধে এই বিয়েটা দেন। আমরা বিয়েটা মেনে নিতে পারিনি, কারণ ছেলেটি এলাকার মাদক কারবারি হিসেবে পরিচিত। বিয়ের পর থেকেই নির্যাতন লেগেই ছিল।”

জসিম আরও জানান, “গতকাল রাত ১০টার দিকে সুইটির খালু ফোন করে জানায় সুইটি মারা গেছে। আমরা ছুটে এসে দেখি সে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করেছে। শরীরের প্রতিটি অংশে আঘাতের চিহ্ন ছিল। এমনকি দুই পা হাঁটুর নিচ থেকে থেঁতলানো ছিল। শিশুটির শরীরেও রক্ত লেগে ছিল।”

নিহতের খালা আকলিমা বলেন, “এই পাষণ্ড মানুষটা দীর্ঘদিন ধরে আমার ভাগ্নিকে নির্যাতন করে আসছিল। শেষমেশ মেরে ফেললো। শিশুটি এখন মা-বাবা ছাড়াই রইলো। আমরা এখন কীভাবে ওকে লালন-পালন করবো?”

স্থানীয় জনগণের ক্ষোভ চরমে পৌঁছায়, বৃহস্পতিবার ভোরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে আগুন দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ইতিমধ্যে শ্বাশুড়িকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ