শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:০২, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাকসু ভোটে দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

জাকসু ভোটে দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সময় প্রাণ হারালেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস (২৯)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয়। হাসপাতালে দায়িত্বে থাকা ডিউটি ম্যানেজার সফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানিয়েছেন, রাতের ক্লান্তির কারণে এবং পোলিং এজেন্টের অভাবে সব হলের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। সকালে ভোট গণনার জন্য তিনি সহকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন।

প্রক্টরের ভাষ্য অনুযায়ী, তিনি সিনেট হলের দরজায় এসে পড়ে যান। পরে দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।