আজ রাতেই শেষ হবে জাকসুর ভোট গণনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা আজ রাতের মধ্যেই শেষ করার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান। এজন্য বাড়ানো হচ্ছে গণনার টেবিল ও কর্মীর সংখ্যা।
শুক্রবার বিকাল ৫টার কিছু পর হাতে গণনা নিয়ে শিক্ষকদের আপত্তিতে ভোট গণনা স্থগিত হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার গণনা পুনরায় শুরু করার নির্দেশ দেন। এর পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফের ভোট গণনা শুরু হয়।
এ বিষয়ে প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম সাংবাদিকদের বলেন, পূর্বের মতোই ম্যানুয়ালি গণনা চলবে, তবে এবার টিমের সংখ্যা আরও বাড়ানো হবে যাতে কাজ দ্রুত সম্পন্ন করা যায়।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন।