শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:১৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু জিএস মাজহারুল

যারা নির্বাচিত হননি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই

যারা নির্বাচিত হননি তাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, যারা নির্বাচিত হননি তাদের সঙ্গেও একযোগে কাজ করতে চাই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ আশা ব্যক্ত করেন তিনি।

মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা আমাদের যে আমানত দিয়েছে, তা এক বছরের মধ্যে পূরণ করতে চাই। শিক্ষার্থীবান্ধব স্বপ্নের ক্যাম্পাস গড়ে তুলব। ক্যাম্পাসের স্বকীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।”

নির্বাচনী দায়িত্ব পালনকালে এক জাবি শিক্ষকের মৃত্যুর বিষয়টি স্মরণ করে তিনি বলেন, “ম্যাডামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে। বিজয় মিছিল করা হবে না।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে, এটা কোনোভাবেই মনে করি না। ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে।”

সর্বশেষ