চাকসুর মনোনয়ন ফরম বিতরণ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীরা নির্বাচন কমিশনের দফতর থেকে ফরম সংগ্রহ করছেন।
মনোনয়নপত্র সংগ্রহে নির্ধারিত ফি জমা দিতে হচ্ছে শিক্ষার্থীদের। চাকসুর পদের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের পদের জন্য ২০০ টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
তফসিল অনুযায়ী পরবর্তী ধাপ
মনোনয়নপত্র জমা: ১৫–১৭ সেপ্টেম্বর
যাচাই-বাছাই: ১৮ সেপ্টেম্বর
প্রাথমিক প্রার্থী তালিকা: ২১ সেপ্টেম্বর
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিট
চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৫ সেপ্টেম্বর
ভোটগ্রহণ: আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত
গণনা শুরু: ভোট শেষে তাৎক্ষণিকভাবে