রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩, ১৪ সেপ্টেম্বর ২০২৫

এখনো আমরা ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাব: সাদিক

এখনো আমরা ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাব: সাদিক
ছবি: সংগৃহীত

‘নির্বাচনের আগেও আমরা ডোর টু ডোর গিয়েছিলাম। এখনো আমরা ডোর-টু-ডোর শিক্ষার্থীদের কাছে যাব বলে মন্তব্য করেছেন ডাকসুর সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়ে এই সব কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

সাদিক বলেন, ‘ডাকসুতে আমরা কেউ জয়ী হইনি। ডাকসু হয়েছে মানে আমরা সবাই জিতেছি, জুলাই জিতেছে।’

এতে সদ্য সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদসহ পরিষদের অন্যরাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: