রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫

সন্ধ্যায় শুরু হচ্ছে রাকসু প্রার্থীদের প্রচারণা

সন্ধ্যায় শুরু হচ্ছে রাকসু প্রার্থীদের প্রচারণা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।

এর আগে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর নির্ধারণ করা হবে।

রাকসু নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন সম্পূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। এ নির্বাচনে রাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৮ জন, সিনেট প্রার্থীর সংখ্যা ৫৮। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন।

ছাত্রদল ও ছাত্রশিবির পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে, তবে বাকি ৮টি সংগঠন আংশিক প্যানেল দিয়েছে। পাশাপাশি হল সংসদে প্রায় ৬০০ প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন।

মোট ভোটার সংখ্যা ২৮,৯০৫ জন।