নীলক্ষেতে ডাকসুর ব্যালট পাওয়ার অভিযোগ আবিদের
নীলক্ষেতে ডাকসুর নির্বাচনের ব্যালট পাওয়ার অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করার পর আজও একই অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-প্রোক্টোরের কাছে অভিযোগ সম্পর্কে জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নীলক্ষেত গাউসুল আযমের নিচে ডাকসু নির্বাচনের ব্যালট পেপার পাওয়া গেছে। এ ব্যালট পেপার কে ছাপিয়েছে, কারা এখানে ছিলো সেটার তদন্ত করে সবার কাছে তুলে ধরা এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রধান দায়িত্ব।
এর আগে গতকাল সংবাদ সম্মেলনে ছাত্রদল নীলক্ষেতে ব্যালট পাওয়ার অভিযোগসহ ১১ টি অভিযোগ তুলে ধরেন।



























